Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কলেজ ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণামূলক ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত।

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক:-
নভেম্বর ২০, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামা‌টি, নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা করা হয়। এছাড়াও, উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়। উক্ত ক্লাসটি ৮৫ জন পাহাড়ী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিএ-৯০১৫ মেজর মোঃ সায়েম আকতার সৌধ, ক্যাম্প কমান্ডার, কুতুকছড়ি আর্মি ক্যাম্প সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। এই সময় উপস্থিত ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে উক্ত ক্লাসে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদান করার জন্য বিভিন্ন নিয়মাবলী এবং সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে জ্ঞান লাভ করে। এ সময় বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ০১ জোড়া গোল কিপার গ্লাভস ও ০২টি ফুটবল প্রদান করা হয়।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।