Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মহাদেবপুর রামরায়পুর জয়নাল আবেদীনের নিজ বাড়িতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ-
নভেম্বর ৯, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলার ০০রামরায়পুর গ্রামের জয়নাল আবেদিন তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি নিজ পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জয়নাল আবেদিন জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়িতে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটর সাইকেল ও একটি ভটভটি যোগে ঘটনাস্থলে আসে।

তিনি অভিযোগ করেন, এই হামলার মূল নেতৃত্বে ছিলেন আবদুল হাকিম, তার ছেলে মিলন, আবদুল খালেক, তার ছেলে জোসেফ, নুর ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।

এসময় উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিনের বড় ভাই তিন ভাই আব্দুস সালাম, আবুল কালাম, মকলেছুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নওগাঁ #