Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
নভেম্বর ৯, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আগামী প্রজন্ম’কে গড়ে তোলার প্রত্যয়ে এক আনন্দঘন পরিবেশে শনিবার (৮ নভেম্বর)২৫ খ্রিঃ রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসার নূরানি বিভাগের অভিভাবক সমাবেশ ও তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী সহ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ভর্তি কার্যক্রম ও বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শরীয়ত উল্লাহ সাহেব দা.বা.

এ-সময় তিনি অভিভাবক দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন
এবং ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এবং ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন

তিনি আরও বলেন, সন্তানের প্রকৃত শিক্ষায় অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য।
মাদরাসার পড়ালেখার পাশাপাশি বাড়িতেও সন্তানের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।

আগামী শিক্ষাবর্ষের ভর্তি এবং চলমান শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না থাকে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।

শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ
সমাবেশে উপস্থিত অভিভাবকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিশেষ করে নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।
এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পায় এবং অভিভাবকরাও সন্তানের পড়ালেখায় আরও উৎসাহিত হন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।