ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ অক্টোবর মোঙ্গলবার ১২টা,৩০,মিনিটে সরেজমিনে গিয়ে রুগীদের দুপুরের খাবার পরিবেশেন
করতে দেখা যায়। খাওয়ার মান ব্যাপারে এক রুগীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ১০ দিন হল হাসপাতালে ভর্তি আছি, খাবারের মান ভাল সকালে কলা,ডিম,পাও রুটি দেয়, দুপুর ও রাত্রে ভাত দেয়।
মোজাম্মেল নামে একরুগী বলেন, আমি ৪দিন ধরে ভর্তি আছি এই হাসপাতালে খাওয়ার মান ভাল।
তিনি আরও বলেন, এখানে চিকিৎসার জন্য এসেছি খাইতে আসিনি।
খাবার পরিবেশেন কারীকে জিজ্ঞেসা করলে তিনি বলেন
রুগী ভর্তি ও তালিকা ভূক্ত হলেই
আমরা খাবার দিয়ে থাকি।

