জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর শাখার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগরিব নামাজের পর স্থানীয় একটি চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে আসছে। আমাদের এই আন্দোলন-সংগ্রাম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়ী করুন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটের মাধ্যমে আমরা দেশে ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা জামায়াতের সেক্রেটারি মোঃ জোবাইদুর রহমান বাবু, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,জনগণের বিশ্বাস ও আস্থাই জামায়াতের মূল শক্তি। তাই প্রতিটি নেতাকর্মী ও সমর্থককে দায়িত্বশীলতার সঙ্গে মাঠে কাজ করতে হবে। দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে ঘরে ঘরে গিয়ে মানুষের দোয়া ও সমর্থন অর্জনের আহ্বান জানান তাঁরা।