Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন — তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ।

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫ (দ্বিতীয় ভার্সন)” উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি অফিসার মোঃ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোন্তফা, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেফিন চৌধুরী আবু, এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।