Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ২ মুক্তিযুদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টার:-
অক্টোবর ২১, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে দুই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এক ঘন্টার ব্যবধানে জাতীর শ্রেষ্ঠ সন্তান দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিথলিয়া ইউপির পাহাড়পুর গ্রামের মৃত ফনি মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল (৮২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অন্যদিকে রাত সাড়ে ৯ টার দিকে জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপ (৮০) মৃত্যু বরণ করেন। সে আমলা সেন্টারপাড়ার সব্বত আলী মণ্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল হাই মণ্ডলকে পুলিশের একটি চৌকসদল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে তাকে পাহাড়পুর কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে বেলায় ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপকে পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে তাঁকে শাহপুর কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।