Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২০, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ ও আমিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ, ওষুধ ও কয়েকটি হোটেল তদারকি করা হয়।

এ সময় খাবার খোলা রাখার কারণে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, এ সময় বাজারের অন্যান্য দোকানীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ওষধ/বীজ/সার বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়।‌ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

বার্তা প্রেরক
শিমুল রেজা