Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দোহাজারী সিটি সেন্টারের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা পরিষদের আয়োজনে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী’র সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য এম এ আউয়াল।

প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা কাদেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আল্লামা ফেরদৌস আলম কাদেরী,আল্লামা সোলাইমান ফারুকী,মাওলানা মুখতার হোছাইন শিবলী,মাওলানা আবু তালেব,মাওলানা আব্দুল মুত্তালিব ছিদ্দিকিন্নবী,মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী,মাওলানা কাশেম আনসারী,মুহাম্মদ শহীদুল ইসলাম,মুহাম্মদ এহসান উদ্দীন,জাবেদ হোসাইন জাকির,মো: রাজিব হোসেন রিফাত,মোহাম্মদ মিজানুর রহমান,মো: আয়ূব আলী,মোছালেম উদ্দীন,মাওলানা আবু নাঈম রেজভী,মাওলানা আব্দুল গফুর রব্বানী,মাওলানা মিশকাতুল ইসলামী প্রমুখ।

এসময় আয়োজকরা জানান,অর্থনীতিকে যারা দিনরাত পরিশ্রম করে সচল রেখেছে,সেই ব্যাংকিং খাতের একদল কর্মীকে আজ বিনা কারণে,অন্যায়ভাবে এবং সম্পূর্ণ অমানবিক উপায়ে চাকরিচ্যুত করা হয়েছে। এটি শুধু কিছু ব্যক্তির চাকরি হারানোর ঘটনা নয়,এটি শত শত পরিবারের রুটি-রুজির ওপর চরম আঘাত। আজকের জনসভা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিথিরা আরো বরেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে একটি অবাধ,নিরপেক্ষ,শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব খুবই বেশি। সুষ্ঠু নির্বাচন কেবল নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়, বরং সরকার,রাজনৈতিক দল,প্রশাসন এবং সাধারণ জনগণসহ সকলের সম্মিলিত দায়িত্ব।