Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী ব্যবসায়ী কে মোবাইল কোর্টে ৫ দিনের জেল-ব্যবসায়ীদের মানববন্ধন।

Link Copied!

নড়াইল সদরের পাজারখালী বাজারের ব্যবসায়ী ও প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ৫ দিনের জেল প্রদানের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পাজারখালী বাজারে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

আয়োজকরা জানান,পাজারখালী বাজারের একজন প্রতিষ্ঠিত ও সৎ ব্যবসায়ী খন্দকার মিরন আলীকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ৫ দিনের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তারা অভিযোগ করেন, ব্যবসায়িক বা ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে।
মানববন্ধনে বক্তরা অবিলম্বে খন্দকার মিরন আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ সময় বক্তব্য দেন বনিক সমিতির সভাপতি শাহাদত বিশ্বাস, সমাজ সেবক সোহেব মিনা, ইউপি মেম্বর ইব্রাহিম হোসেন প্রমুখ।
১৫ অক্টোবর দুপুরে পাজারখালি বাজারে ভ্রাম্যমান আদালত চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ব্যবসায়ী মিরন আলীকে অসাদাচরন এর কারনে ৫দিনের জেল প্রদান করেন,যা তিনি তার অভিযোগপত্রে লিখেন।