Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডে ইসলাম নগরে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

স্টাফ রিপোর্টার: মাহাবুব আলম:-
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ডের ইসলাম নগর এলাকায় রাস্তা দখলের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে “ইসলাম নগর এলাকাবাসী” আয়োজিত এ মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
অভিযোগে জানা যায়, ইসলাম নগর কামরুল হাসান ভূইয়া রোড হতে লতিফ ভূইয়া কলেজ ও হাজী মনির হোসেন স্কুলের সংযোগ সড়কের প্রায় ৫ ফুট জায়গা দখল করে স্থানীয় জনাব মহিউদ্দিন গং রাজউকের নিয়ম ভঙ্গ করে ১০ তলা ভবন নির্মাণ করছেন। এলাকাবাসী বারবার অনুরোধ করলেও তিনি রাস্তা খুলে দিতে রাজি হচ্ছেন না।
এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। অথচ রাস্তা দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে এলাকায় যানজট ও জনদুর্ভোগ বেড়েই চলেছে।”
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা ইতিমধ্যেই রাজউক, সিটি কর্পোরেশন ও যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও রাস্তা পুনরুদ্ধারের দাবিতে রাজউক ও সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর হুঁশিয়ারি—যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।