Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে দু’দিনব্যাপী গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
অক্টোবর ১৭, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

পরে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, ডিসিপ্লিন প্রধান ও ছাত্র বিষয়ক পরিচালক শিক্ষক, অ্যালামনাই, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

‘গ্র্যান্ড রিইউনিয়ন’ উপলক্ষ্যে বেলা ১১টায় ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, গণিত ছাড়া আধুনিক সভ্যতার কোনো ক্ষেত্রই সচল নয়। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডেটা সায়েন্স ও আধুনিক প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই গণিত হচ্ছে মূল চালিকাশক্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অ্যালামনাইরা দেশে-বিদেশে এসব অগ্রসর ক্ষেত্রেও সাফল্যের সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করছেন।

তিনি আরও বলেন, অ্যালামনাইদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে পাঠ্যক্রমকে সময়োপযোগী ও গবেষণাভিত্তিক করা জরুরি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান নিতে পারে। উপাচার্য তাঁর বক্তব্যে এই ডিসিপ্লিনের কৃতী শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর আত্মত্যাগের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, আজকের বিশ্বে গণিত কেবল পাঠ্যবিষয় নয়, গণিতের বিচরণ সর্বত্র।

গণিতের শিক্ষার্থীরা তাদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা দিয়ে সমাজে বাস্তব পরিবর্তন আনছে। তিনি আরও বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, এটি পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার একটি মঞ্চ। এই বন্ধন আগামীর দিনগুলোতেও সহযোগিতা ও প্রেরণার সেতুবন্ধন হিসেবে কাজ করুক, এটাই সকলের প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সী শহিদ আনিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোঃ আবু শামীম, খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের সভাপতি তাসবিহা তাবাস্সুম পরমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ রামীম মুস্তাফিজ ও তুলি রানী ঢাকি। অনুষ্ঠানে ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার উদ্বোধন ও অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।