বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয়েছে রবি ভাই মেজবান বাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্ড বাগেরহাট। রানার্স আপ হয়েছে রায়েন্দা ফ্রেন্স ক্লাব। শুক্রবার বিকেলে দৈবজ্ঞহাটী খেলার মাঠে আয়োজিত সেলিমাবাদ ক্রিড়া সংঘ কর্তৃক আয়োজিত এ খেলা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ – শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সাধারণ সম্পাদক সমাজ সেবক মো. ইব্রাহিম হোসেন।
সেলিমাবাদ ক্রিড়া সংঘের আহ্বায়ক মো. রানা দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ দীপ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত। খেলা সার্বিক পরিচালনা করেন ছাত্রদল নেতা মো. শাওন দিদার।
খেলাটি ধারাভাষ্য ছিলেন এসকে লিটন। খেলা শেষে বিজয়ী রবি ভাই মেজবান বাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্ড বাগেরহাটকে চ্যাম্পিয়ন কাপ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।
কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা ইব্রাহিম হোসেন এ সময় বলেন, শহীদ আরাফাত রহমান কোকো ছিলেন ক্রিড়া অঙ্গনে আলোর দিশারী। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাউৎসবকে সাফল্যে করতে সকলের সার্বিক সহযোগিতার আহবান জানান।