Crime News tv 24
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে তোফি ও পুরস্কার তুলে দেন।

ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ দলের খেলোয়াড়দের টেকনিক্যাল পারফরম্যান্স, গোছানো পাস ও দারুণ গোল দুটো দর্শকদের নজর কাড়ে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ঈশ্বরগঞ্জ, যার ফলে আসে দুই অর্ধেই এক করে মোট দুটি গোল অর্জন।

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপস্থিত দর্শক,ক্রিয়া সংগঠক ও প্রশাসনিক কর্মকর্তাগন ম্যাচটি উপভোগ করেন। আয়োজকরা জানান খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতে ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ই আয়োজনে প্রধান লক্ষ্য।