পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ভোলায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা স্কুল মোড়ে সমাবেশে পরিণত হয়।
জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন ও পৌর আমির জামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার জনগণকে এখনো প্রত্যাশিত সুফল দিতে পারেনি। তাই জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতের ৫ দফা দাবি মানতে হবে।”
তারা আরও বলেন, “আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ফ্যাসিস্ট নির্যাতন-গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”
বক্তব্যে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো পূরণ না হলে জামায়াতে ইসলামী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
—
জেলা প্রতিনিধি, ভোলা
০১৮১৬৫৯৫৫৮১
২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবি সংযুক্ত
—