Crime News tv 24
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা।

Link Copied!

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন ভাদসা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টায় ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ সোহেল রানা, সোহান হোসেন, ওমর আলীসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোঃ আব্দুল বাতেন বলেন,যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিকতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবে।

অতিথিরা বলেন, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা অত্যন্ত জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের খেলাগুলো শুরু হয় এবং খেলাপ্রেমী এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।