Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনামূল্যে চারা বিতরণ।

মো: শাকিল আমমেদ (পলাশ) গাইবান্ধা সদর প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বনায়নের লক্ষে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে ৭১০জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল,কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আরজুমান আরা বেগম,পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া,সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
বন বিভাগ সূত্রে জানায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ২৫ হাজার চারাগাছ বিতরণ করা হবে।