Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৭৫ লক্ষ টাকার বায়ে ৫টি অঞ্চলের দুর্গাপূজার প্রাক্কালে জয়নগর বিধানসভার কে স্ট্রিট লাইট আলোর নব রুপে সুসজ্জিত করলেন মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস……..

Link Copied!

জয়নগর বিধানসভা কে নব রূপে সাজাচ্ছেন জয়নগরের উন্নয়নের কান্ডারী মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। জয়নগর বিধানসভার কেন্দ্রের প্রত্যেক মানুষের মনের আশা ছিল কবে হবে কলকাতার মতো আমাদের রাস্তায় লাইট।তাই মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস সাধারণ মানুষের মনের আশাকে বিফলে যাদে না যায় , তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালায়।

বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের এই ঐকান্তিক প্রচেষ্টা আজ সফল এনে দিয়েছে জয়নগর বিধানসভার ৫টি অঞ্চলের ৭৫ লক্ষ টাকার ব্যায়ে ২৫০টি স্ট্রিট লাইট শুভ উদ্ধোধনের মধ্য দিয়ে।পথ নিরাপত্তা সৌন্দর্যয়ানের জন্য জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে বাংলার মোড় হইতে দুর্গাপুর মোড় পর্যন্ত ,অন্যদিকে দক্ষিণ বারাসাত হইতে ময়দা কালিবাড়ি পর্যন্ত 250 টি স্ট্রিট লাইটের উদ্বোধন করলেন মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। ৭৫ লক্ষ টাকা ব্যয় এই লাইটের উদ্বোধন হলো আজ। স্ট্রিট লাইট শুভ উদ্বোধনের পর মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস সাংবাদিকদের মুখোমুখি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে উন্নয়ন করছে অন্য কোন রাজ্যে দেখা যায় না । তিনি বলেন আমাদের জয়নগর বিধানসভার কেন্দ্রের প্রত্যেক মানুষের মনের একটা আশা সঞ্চয় হয়েছিল যে কবে আমাদের বিধান সভার প্রত্যেক অঞ্চলের রাস্তায় কলকাতার মতো আলোক শয্যায় সজ্জিত হবে ।

 

আমি আমার বিধান সভার মানুষের এই মনোভাবানো অর্থাৎ মনের মাঝে এই চিন্তা গুলো আমি উপলক্ষ করতে পেরেছি।তাই আমি আমার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে দাবি রেখে ছিলাম, আমার বিধান সভার দূর্গা পূজার আগে কিছু লাইট পাওয়ার জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই দাবি তিনি গ্ৰহন করেছেন।আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই আমার বিধান সভার পক্ষ থেকে।আমি আমার বিধান সভার জনসাধারণের মানুষের কথা মাথায় রেখে আজ বাংলার মোড় থেকে, দূর্গাপুর মোড়,ময়দা মোড়, থেকে দক্ষিণ বারাসত মোড় এলাকা পর্যন্ত সর্বমোট ৫টি অঞ্চলের ২৫০টি স্ট্রিট লাইটে শুভ উদ্বোধন করলাম। রাস্তায় লাইট প্রসঙ্গে বলতে গিয়ে বলেন দূর্গাপূজার পর আমি আবার ৪হাজর ইলেকট্রিক প্রোষ্টে এই স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেব।এইভাবে ২০২৯ সাল পর্যন্ত কাজ চলতে থাকবে । তিনি সাধারণ মানুষের মাঝে এই রকম প্রতিশ্রুতি দিলেন।এই কথা শুনে সাধারণ মানুষের মাঝে আনন্দ আনন্দিত উৎফলিত হতে লাগলো।পদ্মেরহাট মোড়ে যখন বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত হলেন পদ্মের হাট এলাকার স্ট্রিট লাইট শুভ উদ্বোধন করতে ,তখন সাধারণ মানুষের মনের আনন্দে জয়বাংলা স্লোগান দিতে থাকেন এবং পদ্মের হাটে জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সাম্মিম আহমেদ ঢালী নেতৃত্বে সাধারণ মানুষ বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস কে ফুল ছড়িয়ে সংবর্ধনা জানালেন এবং বিধায়কের এই রকম কাজের প্রতিভা দেখে সাধুবাদ জানালেন সাধারণ মানুষ জন সহ পদ্মের হাট তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে রাস্তা লাইট বিশুদ্ধ পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা দিয়ে উন্নয়নে সামিল হচ্ছে। দক্ষিণ বারাসাত, উত্তর দুর্গাপুর, ময়দা, হরিনারায়নপুর বহরু এই পাঁচটি অঞ্চলে সাধারণ মানুষ উপকৃত হবে উৎসব এর আগে। বাংলার মোড় থেকে বাইক রালি করে দুর্গাপুর মোড় থেকে ময়দা হয়ে দক্ষিণ বারাসাতে শেষ হয়,নেতৃত্ব দেন বিধায়ক বিশ্বনাথ দাস।রাস্তার কাজও চলছে আজকে বাতি স্তম্ভ গুলোর উদ্বোধন হয়ে গেল। তৃণমূল কংগ্রেস টিভিতে বসে ডায়লগ মারে না রাস্তায় নেমে কাজ করে।

এই শুভক্ষণে শূভ উদ্বোধন উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের কাজের কান্ডারী মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল যুব সভাপতি সাম্মিম আহমেদ ঢালী, হরিনারায়নপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সফিউদ্দিন মোল্লা, জয়নগর এক নম্বর ব্লক সমিতির বন ও ভূমির সংস্কার কর্মধ্যক্ষ শুকুর আলী মোল্লা, জয়নগর এক নম্বর ব্লক সমিতির সমস্ত কর্মধ্যক্ষ,ময়দা অঞ্চলের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জান্নাত হোসেন মোল্লা, ময়দা অঞ্চলের প্রধান সাহেবা মানু মহালয়া, অঞ্চলের সমস্ত সদস্য,সদস্যারা,ময়দা অঞ্চলের তৃনমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর সভাপতি মনিরুল সাঁপুই, দক্ষিণ বারাসত অঞ্চলের প্রধান সাহেবা, দক্ষিণ বারাসত অঞ্চলের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্কর, উওর দূর্গাপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান, সমস্ত সদস্য সদস্যারা, দক্ষিণ ২৪পরগনার জেলার জয়হীন বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর,বহড়ু অঞ্চলের যুব সভাপতি বাবুন সেখ (মণপাখি )বহড়ু অঞ্চলের সংখ্যা লঘু সভাপতি কালাম খান,