Crime News tv 24
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের বানিশন্তায় পলিমেট হাউজে পুর্বশত্রুতার জের ধরে ক্ষতি সাধনের কারণে দাকোপ থানায় সাধারণ ডাইরী।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপেন বানিশন্তা ইউনিয়নের কৃষি অধিদপ্তরের আওয়াভুক্ত ক্লাইলমেট প্রজেক্ট (পলিমেট হাউজ) এ দুদর্ষ চুরি ও ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

সরোজমিনে জানা যায় বিবাদী (১) সাগর সরকার (২২) পিতা নারায়ন সরকার,(২) অচিন্ত সরকার (২৫) পিতা মৃত চিত্ত সরকার উভয় উত্তর বানিশন্তার বামিন্দা। বেশ কিছুদিন ধরে প্রজেক্টের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রাস্তা সংলগ্ন ঘেরায় আগুন দিয়ে নেট পুড়িয়ে দেয় ও বাসায় ধারালো অস্ত্র দিয়ে বেড়া কোপায় ও ফলন্ত গাছের ফল তচনচ করে এবং বেড়া ভেঙ্গে প্রজেক্টে প্রবেশ করিলে রক্ষণা বেক্ষণ কারী অশোক মন্ডল কারণ জিজ্ঞাসা করিলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হইয়া ভবিসৎ এ আমাকে রাস্তা ঘাটে একা পাইলে বিবাদীদ্বয় জীবনের তরে শেষ করিয়া দেবে বলে হুমকি প্রদান করে।


এ বিষয়ে অশোক মন্ডল দাকোপ থানায় একটি সাধারণ ডাইরী করেছে।।সাধারণ ডাইরী নং ১১১৫ তাং ২৪/০৯/২০২৫।সরজমিনে যানাজায় উত্তর বানিশান্তায় ১নং ওয়র্ডে অবস্হিত কৃষি অফিসের আওতাধীন পলিমেট হাউস এ উন্নত জাতের বিভিন্ন প্রোজাতির ফলজ গাছ শাক সবজী ও মৎস্য প্রজানন ও পালন করে অর্থ উপাজন করে চলিতেছে।উক্ত প্রোজেক্টটিতে ২৩ /৯/২৫ তারিখ মঙ্গলবার আনুমানিক রাত ১০.৩০ সময় বিবাদীদ্বয় অনধিকার প্রবেশ কর।এদের বিরুদ্ধ উক্ত প্রজেক্টের রক্ষণা বেক্ষন কারী (পাহারাদার) অশোক মন্ডল কাদী হয়ে দাকোপ থানায় সাধারন ডাইরী করেছে।