খুলনার দাকোপ উপজেলা পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের মো. আনছার গাজীর স্ত্রী হাসিনা বেগম বয়স( ৪৭) গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টার দিকে নিজ বাড়ী থেকে বাপের বাড়ি যাওয়া উদ্দেশ্য বের হয়ে ছিলেন।
পরবর্তী তে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
থানায় সাধারণ ডায়েরী ও পারিবারিক সুত্রে জানাগেছে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় বাড়িতে সকালের নাস্তা তৈরী না হওয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে বের হয়ে বটিয়াঘাটা উপজেলার নোয়াইতলা গ্রামে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
বের হওয়ার সময় তার স্বামী আনছার গাজী বহুভাবে চেষ্টা করেও বাড়িতে রাখতে পারেননি।
উল্লেখ্য হাসিনা বেগম অতিরিক্ত ঔষধ সেবনের ফলে মানসিক ভাবে বিধ্বস্ত হওয়ায় কোন কিছু সঠিক ভাবে মনে রাখতে পারেনা বলে পরিবারের দাবী।
হাসিনা বেগমের বাপের বাড়ীসহ বিভিন্ন আত্মীয় সজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান করা যায়নি।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে নিচের অংশ কালো বোরকা এবং উপরের অংশে খয়রি সাদা বোরকা পরনে ছিলো। গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল লম্বটে, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
এ ব্যাপারে আনছার গাজী বাদী হয়ে দাকোপ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর হচ্ছে- ৯৯৪, তারিখ-২২/০৯/২৫।
কোন স্বহৃদয় ব্যক্তি যদি সন্ধান দিতে পারেন, তাহলে পরিবারের পক্ষথেকে তাকে উপযুক্ত পুরুস্কার দেওয়া হবে। যোগাযোগের নাম্বর- ০১৯২২৯৬৬৮০৪।