Crime News tv 24
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন: জনমনে ক্ষোভ।

খুলনা জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার কয়রার কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গড়ে নদীর ভাঙনকবলিত এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে কোটি টাকার মালিক বনে যাচ্ছেন।

চাঁদপুরের আলোচিত ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের ঘটনার সঙ্গে তুলনা টেনে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— কেন এ এলাকায় বালু ব্যবসায়ীরা প্রশাসন ও আইনের বাইরে থেকে যাবেন? কেন সরকারের কোষাগারে রয়্যালটি জমা দেওয়া হবে না?

পরিবেশকর্মীরা বলছেন, লাগাতার বালু উত্তোলনের কারণে কয়রার নদীগুলো মারাত্মক ভাঙনের মুখে পড়ছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তারা আদালতে রিট করার পাশাপাশি প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনে-রাতে কয়েকটি ড্রেজারের মাধ্যমে বিপুল পরিমাণে বালু তোলা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রমাণ মিললে অবৈধ উত্তোলনকারীদের রয়্যালটি পরিশোধ বাধ্যতামূলক। তা না হলে দায়ী ব্যক্তিদের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

অভিযোগকারীরা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে।