Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিসিএস এর প্রার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন।

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে সারাদেশের নেয় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট। বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের ৩০ হাজার ৩৮১জন পরীক্ষার্থীর আসন বিন্যস্ত হয়েছে সদরের ২৮টি কেন্দ্রে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, ময়মনসিংহ-সহ দেশের মোট ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠান এবং পরীক্ষা হলের সুশৃংখল পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে হলভিত্তিক হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল।

দুই ঘন্টার এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। পূর্ব নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল প্রার্থী হলে প্রবেশ করার সুযোগ থাকে। এরপর পরীক্ষার হলে প্রবেশের সকল গেইট/ফটক বন্ধ করে দেয়া হয়। তাছাড়া প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৮টায় গেইট খুলে দেওয়া হয়।

ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নটরডেম কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল (এমআইএস), মোমেনশাহী ডি.এস. কামিল (এম এ) মাদ্রাসা, মৃত্যুঞ্জয় স্কুল, মুসলিম হাই স্কুল-সহ মোট আটাশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।