ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গল বিলাস এলাকায় পল্লী বিদ্যুতের খুটির টানা তারে বিদ্যুৎতায়ীত হয়ে গুরুতর আহত হন, মাহিম হোসেন নিরব (১২)।
প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।দুটি পায়ে বিদুৎতের তার জড়িয়ে যাওয়ায় অবস্থার অবনতি হলে নিরবের ডান পাঁ কোমরের গোরা থেকে কেটে ফেলা হয়। চিকিৎসক বলেছেন, অপর পাঁ টিও বিপদমুক্ত নয়। ঢাকা মেডিক্যেল ব্যান ইউনিটে ১৪নং ব্যাডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন তিনি। অসহায় পরিবারের পক্ষে খরচ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান নিরবের বাবা ফারুক হোসেন তিনি এই প্রতিনিধি কে বলেন, আমার ছেলের এই অবস্থার জন্য পল্লী বিদ্যুত দায়ী। আমি এর বিচার দাবি করছি।
একই গ্রামের আনোয়ার হোসেন বলেন, ঐ খুটিতে সেচ পাম্পের ট্রাস্নফরমা ছিল, সেটি চুরি হওয়ার ১বছরেও সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়নি। এই দূর্ঘটনার জন্য পল্লী বিদ্যুত দায়ী। চুরি হওয়ার সাথে সাথে বিদ্যুৎ অফিসে বলার পরেও সংযোগ বিছিন্ন করেননি। দূর্ঘটনার দিন ২/০৮/২৫ শনিবার তরিঘরি করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে তারা।
আবিরের বাবা ফারুক হোসেন বলেন,ডিজিএম চিকিৎসার সকল খরচ চালাবে বলে তিনি বলেন। ১৩/৯/২৫ তারিখে যোগাযোগ করা হলে ডিজিএম সাফ জানিয়ে দেন খরচ দেওয়া সম্ভব না।
এ ব্যাপারে ডিজিএম কে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি।