Crime News tv 24
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান পেলো ২৩ পরিবার।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সমাজ সেবা অধিদফতর উপজেলার অন্তর্গত গরীব, অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা এবং অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ১ লক্ষ ৪১ হাজার টাকা হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

হতদরিদ্র পরিবার গুলো সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্তিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের ১ লক্ষ ৪১ হাজার টাকা গরিব, দুঃখী, দুস্থ ও হতদরিদ্র পরিবার ও অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা তাদের মাঝে আমরা এই অর্থ অনুদান হিসেবে বিতরণ করলাম। এর মধ্যে ৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৫ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা, ১২ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও ২ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।