খুলনা জেলা ও মহানগর পর্যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) পন্পেয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। টিসিবি খুলনা আঞ্চলিক কর্যালয় সুত্রে জানা গেছে,খুলনা মহানগরীর ৩১ টা ওয়ার্ডে ১৭৬ জন ডিলার ও উপজেলা পর্যায়ে ৮৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২৬ হাজার পরিবারকে পন্য দেওয়া হয়। স্মার্ট কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারের সদস্যদের মালামাল দেওয়া হয়। প্রতিটা কার্ডধারী সদস্যকে ৫ কেজি চাল,২ কেজি চিনি,২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হয়।
যার প্যাকেজ মুল্য ৫৪০ টাকা। প্রতিটা স্মার্ট কার্ডধারী সদস্য মাসে ১ বার এই পন্য ডিলারের কাছ থেকে ক্রয় করতে পারবে। তবে একাধিক ডিলারের সঙ্গে আলাপকালে তারা জানান,প্রতি মাসে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। কারণ চালগুলো গোডাউন থেকে বের করে দেয়, সেখানে এক স্কেলে মাপ দিয়ে দেয় অথচ আমাদের শত শত বার মিটার করতে হলে সেক্ষেত্রে প্রতি মাসে কিছুটা কম হয়।
টিসিবি খুলনা আঞ্চলিক কার্যলায়ের অফিস সহকারী কাম কম্পিউটার (গুদাম কর্মকর্তা) মোঃ রাব্বি হোসেন বলেন,গত আগস্ট মাসে ৫৬ হাজার ১৭৪ জন স্মার্ট কার্ডধারী পরিবারকে টিসিবি পন্য দেওয়া হয়েছে। ডিলাররা আমাদের কাছ থেকে পন্য ক্রয় করে ৫১৫ টাকা,সেই পন্য স্মার্ট কার্ডধারীদের নিকট বিক্রি করবে ৫৪০ টাকা। এটাই সরকারি নিয়ম।
সার্বিক বিষয় টিসিবি খুলনা আঞ্চলিক কার্যলায়ের যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন,টিসিবি পন্য প্রতি মাসে স্মার্ট কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। তারমধ্যে চিনি ২ কেজি ভোজ্য তেল-২ লিটার,মশুর ডাল-২ কেজি ও খাদ্য অধিদপ্তরের-৫ কেজি করে চাল বিক্রয় করা হয়। এই সেবা প্রান্তিক পর্যায়ের লোকেরা পাচ্ছেন। বিতরণকৃত প্রতি কেজি চিনির ভোক্তা মুল্য ৭০ টাকা,ডালের মুল্য প্রতি কেজি ৬০ টাকা,ভোজ্য তেলের মুল্য প্রতি লিটার ১০০ টাকা ও চালের মুল্য প্রতি কেজব ৩০ টাকা যা বাজার দরের চেয়ে অনেক কম।এক্ষেত্রে ভোক্তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে। কম দরে পণ্য পেয়ে মানুষ অনেক খুশি।