মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মাগুরা শহরস্ত জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নকল,ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়।
এসময় জামরুলতলা মেসার্স সুভাস স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর পরিমান অননুমোদিত নকল,ভেজালও নিম্নমানের শিশু খাদ্য পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুভাষ কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।