বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বয়াক কমিটি করা হয়েছে।
শ্রী আনন্দ কুমার গুপ্ত- কে আহ্বায়ক ও শ্রী রতন চক্রবর্তী- কে সদস্য সচিব হিসেবে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ০৭-০৯-২০২৫ ইং হতে ০৬-১১-২০২৫ ইং তারিখ পর্যন্ত ৯০ দিনের জন্য বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সাংগঠনিক সম্পাদনা, সনজিত কুমার রায় ঘোষের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।
কমিটির সদস্যরা হলেন-
শম্ভু প্রসাদ গুপ্ত কাটাবাড়ী, ধীরেন্দ্র নাথ সরকার, কাটাবাড়ি, অমিত কুমার গুপ্ত, কাটাবাড়ী, শচীন্দ্র নাথ রায়, পূর্ব মহেশপুর, অন্তর কুমার মহন্ত অম্রবাড়ী, সুমন চন্দ্র সরকার, অম্রবাড়ী শংকর চন্দ্র মন্ডল, চকচকা,গাপন সরকার সুজাপুর, উদয় দত্ত সুজাপুর, মুকুল চন্দ্র পাল, বাসুদেব পুর, কুমোদ চন্দ্র রায়, শমশেরনগর, নিমাই রায়, শমশেরনগর, রাজকুমার রায়,মহদীপুর, সুশান্ত সরকার, আলাদীপুর, ধর্মচন্দ্র বর্মন পূব চকমণুরা।
এই আহ্বায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দিয়েছে।