নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় বিএনপির নাম ব্যবহার করে নিরিহ মানুষের সৃজিত বাগান, জমি দখলসহ বিভিন্ন অপরাধে যড়াচ্ছে মুস্তফিজ নামের এক যুবক এমনটাই অভিযোগ স্থানীয়দের।
রবিবার( ৭ সেপ্টেম্বর) ঘুমধুমের তুমব্রু এলাকার সরেজমিন অনুসন্ধানে গেলে এমনটাই অভিযোগ করেন একাধিক স্থানীয়রা। দলের নাম ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজিসহ নিরিহ মানুষদের মারধরের অভিযোগও উঠেছে এই মুস্তফিজুর রহমান নামের যুবকের বিরুদ্ধে।
এদিকে তুমব্রু পশ্চিমকুল এলাকার জমির হোসেনের ছেলে শহিদ উদ্দিন এই প্রতিবেদককে বলেন, বিএনপির নাম ব্যবহার করে তুমব্রু ক্যাম্প পাড়ার বাসিন্দা মুস্তফিজ আমাদের ভিটা দখলের চেষ্টা করেন আমি বাধা দেওয়ার ঘুমধুম ইউনিয়ন পরিষদের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি একজন জুলাই যোদ্ধা হওয়ার পরও তার হাত থেকে রেহাই পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষরা তার কিরকম নির্যাতনের শিকার হচ্ছে আপনারা দেখুন। এই ন্যাক্কারজনক হামলার তিব্রনিন্দার পাশা-পাশি তাকে আইনের আওয়ায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
অভিযোক্ত যুবদল নেতা মুস্তাফিজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ছেলেটি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গালমন্দ করেছে তাই একটু ধমক দিয়েছি তার উপর হামলা হয়েছে এই কথাটা মিথ্যা বানোয়াট।
উল্লেখ্য: ঘুমধুমের তুমব্রু এলাকায় যুবদল নেতা মুস্তফিজের বিরুদ্ধে এই অভিযোগ এখন মানুষের মুখে মুখে এবং জেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছেও তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ব্যবস্থা নিচ্ছে বলে, সাংবাদিকদের জানান একাধিক স্থানীয়রা।