বাগেরহাটের রামপালের হুড়কা ইউনিয়নের আইসিটি কক্ষে সন্ত্রাসী কর্তৃক হামলা চালিয়ে কম্পিউটার ভাংচুর, মালামাল তচনস ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুড়কা ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, গত ইংরেজি ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলার ৬নং হুড়কা ইউনিয়নের ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ সেবা গ্রহণের জন্য পরিষদে যান। সে তার এক নিকট আত্মীয়র ভোটার তালিকা স্থানান্তর করার জন্য আইসিটি উদ্যোক্তাদের কাছে যান। প্রয়োজনীয় কাগজপত্র সাথে না থাকায় তাকে কাগজপত্র আনতে বলা হয়। ওইদিন কাগজপত্র পেতে দেরী হওয়ার ফাঁকে অন্যদের কাজ করতে থাকেন উদ্যোক্তা রুনু বিশ্বাস। একটু দেরী হওয়ায় সেবাগ্রহীতা মোহাম্মদ আলী রাগ করে পরিষদ থেকে চলে যান। পরদিন (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় আবারো ওই মোহাম্মদ আলী আইসিটি কক্ষে প্রবেশ করেন। ওই সময় সে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে টেবিলে থাকা কম্পিউটার ও পিসি ছুড়ে ফেলেন। উদ্যোক্তা তীলক মন্ডল ও রুনু বিশ্বাসকে গালাগাল করতে করতে টেবিলে থাকা মালামাল তচনস করেন এবং মারতে উদ্যত হন। উপস্থিত লোকজন ঠেকাতে গেলে সে আরো মারমুখী আচারণ করেন। এতে উদ্যোক্তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা সাথে সাথে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসিকে অবহিত করেন। তিনি রামপাল থানা পুলিশকে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। অভিযোগের বিষয়টি জানার জন্য মোহাম্মদ আলীকে খোজা হলেও তাকে পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি আতিকুর রহমান ঘটনার বি৮ষয়টি নিশ্চিত করে বলেন দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।