Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় চার গ্রুপে বিভক্ত হয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক চারটি গ্রুপে বিভক্ত হয়ে পালিত হয়েছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে একটি র‍্যালি সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারের দক্ষিণ শেষে পুনরায় সেখানেই শেষ হয়। একই সময়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদারের নেতৃত্বে আরেকটি র‍্যালি খাদ্য গুদাম রোড থেকে শুরু হয়ে পূর্বধলা বাজার প্রদক্ষিণ শেষে আবার সেখানেই ফিরে আসে।
অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় আরও একটি র‍্যালি পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন বাজারে গিয়ে সমাপ্ত হয়।
এছাড়া, এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর ছেলে ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানার নেতৃত্বে একটি র‍্যালি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে প্রতিটি গ্রুপ পৃথকভাবে সমাবেশের আয়োজন করে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।