খুলনায় -এই অচেনা মানুষটি মূমূর্শ অবস্থায় খুলনা সদর ২৫ নং ওয়ার্ড বানরগাতি মেটেপোল থেকে একটু সামনে অবস্থান করতেছে।
এই এলাকায় রিকশা চালানোর মাধ্যমে জীবন ধারন করতো এবং পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করতো কিন্তু বার্ধক্য অবস্থায় তার এখন কেউ নেই।
উনার পরিবার বলতে বর্তমানে কেউ নাই স্ত্রী সন্তান সবাই ছেড়ে চলে গেছে, তিন চার মাস যাবত এখানে অবস্থান করতেছে এবং মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে জীবন যাপন করতে ছিলো।
অসুস্থ হওয়ায় এলাকার বিভিন্ন মানুষ উনাকে খাবার ও অর্থ দিয়ে সাহায্য করেছে।
গত ১ সপ্তাহ যাবত উনার অবস্থা খুব খারাপ এর দিকে যাচ্ছে কোন ধরনের খাবার গ্রহন করতে পারতেছেনা, শোয়া থেকে উঠতে পারতেছে না এবং গগন বিদারক কষ্ট দায়ক চিৎকার করতেছে।
উনাকে নিয়ে হাসপাতালে ও যাওয়ার অবস্থানে নাই কাপড়ে প্রসাব পায়খানা করে ফেলছে যা খুবই কষ্ট দায়ক।
উক্ত এলাকার এক মানবিক মহান মানুষ তিনি বলেন,
একা উনাকে পরিস্কার করানো টা আমার জন্য সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি আপাতত এলাকায় এমন সাহায্যের জন্য কাউকে পাইনাই যারা উনাকে পরিস্কার অথবা হাসপাতাল নিয়ে যাওয়া সহযোগিতা করবে।
আসলে সবাই খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করলেও পরিস্কাচ্ছন্ন কর্মকান্ড সবাই উপযোগী হয় না।
চাচা যে অবস্থায় আছে উনার হায়ত মউত আল্লাহর হাতে কিন্তু যদি কোথায় থেকে প্রপার ট্রিটমেন্ট পেতো, কেউ গালে তুলে খায়ি দিতো, পরিস্কার রাখার ব্যবস্থা থাকতো তাহলো হয়ত আর কিছুদিন পৃথিবীকে উপভোগ করে যেতে পারতো।
এই অবস্থা থেকে যদি খুলনা শহরের কোন সংস্থা বা দল উনাকে পরিস্কার করার মাধ্যমে হস্পিলাটাইজ করানো যেতো।
কিংবা খুলনা শহরে যদি কোন সহহৃদয়বান ব্যক্তি যদি কোন দাতা সংস্থা বা বৃদ্ধা আশ্রমমে উনার জন্য কোন সিট এর ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে অশেষ মেহেরবানী হতো।
এই অবস্থায় আপনাদের সাহায্য একান্ত কাম্য কোন টাকা পয়সা না একটা উওম পরিবেশ যেইখানে এই চাচা শেষ নিশ্বাস ত্যাগ করতে পারেন।
এই চাচাকে সাহয্যকারী ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার সর্বচ্চ সকল সুখে পরিপূর্ন করুক_আমিন।
তথ্য জানতে -আপনাদের যে কোন প্রয়োজনে বা চিনতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে ফোন দিয়েন. 01947 737 881..
আপনাদের সকলের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য -ধন্যবাদ।