যশোরের মণিরামপুর থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফুল ইসলাম, পিতা- আবুল মুসা মোড়ল, সাং- কাশিপুর, থানা- মণিরামপুর, জেলা- যশোর। তিনি এসটিসি-৩৭৬/১৭ এবং এসসি-২৬/১৫, ভাঙ্গা জিআর-২৯৬/১৪ মামলার পরোয়ানাভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।