Crime News tv 24
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় মিনি ফুটবল ফাইনাল খেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

সাগর আহমেদ জজ,, (নেত্রকোণা) প্রতিনিধি:-
আগস্ট ২৪, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামে অনুষ্ঠিতব্য ‘পাঁচ বন্ধু নিবেদিত মিনি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট’ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আগামীকাল (২৫ আগস্ট) পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে। ফাইনালে অংশ নেবে লালচাপুর একাদশ ও পাইকুড়া একাদশ।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতির ছেলে মুন্না এ খেলার আয়োজন করছেন। তার উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের আনা হচ্ছে। এতে করে এলাকায় অশান্তি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

গ্রামবাসীরা আরও জানান, এর আগে এ ধরনের ফুটবল খেলা ঘিরে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে খেলা বন্ধের দাবি জানান।