নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামে অনুষ্ঠিতব্য ‘পাঁচ বন্ধু নিবেদিত মিনি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট’ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, আগামীকাল (২৫ আগস্ট) পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে। ফাইনালে অংশ নেবে লালচাপুর একাদশ ও পাইকুড়া একাদশ।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতির ছেলে মুন্না এ খেলার আয়োজন করছেন। তার উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের আনা হচ্ছে। এতে করে এলাকায় অশান্তি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
গ্রামবাসীরা আরও জানান, এর আগে এ ধরনের ফুটবল খেলা ঘিরে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে খেলা বন্ধের দাবি জানান।