Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভাডারিয়ায় একদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

admin
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ-

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ২০০৩ ব্যাচের মেধাবী ছাত্র, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর স্বনামধন্য ডায়াবেটিকস চিকিৎসক ডা. মোঃ আবু নাঈম এর আয়োজনে তার নিজ শহর ভাডারিয়া সরকারি কলেজ মাঠে একদিন ব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে৷

এ সময় ডা. মোঃ আবু নাঈম বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের প্রায় অর্ধশতাধিক ডায়াবেটিকস রোগীসহ মেডিসিন ও শিশু সহ প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন৷ এছাড়াও ডা. মোঃ আবু নাঈম এর আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে দাঁতের সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন ভান্ডারিয়া ফাতেমা ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট সৈয়দ সাইফুল ইসলাম সুমন। এ সময় চিকিৎসা নেওয়া রোগীদের সকলকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখ্য, একদিন ব্যাপী আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজক ও সার্বিক সহযোগীতায় ছিলেন, বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার৷

ডা. মোঃ আবু নাঈম জানান, ভান্ডারিয়া উপজেলার ডায়াবেটিকস রোগীদের জন্য তিনি আগামী দিনে আরও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করার আশা প্রকাশ করেন।