Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধাকে মারধর।

নিজস্ব প্রতিবেদকঃ-
নভেম্বর ৯, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল গৌরনদী থানাধীন ৫নং নলচিরা ইউনিয়নের কান্ডপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জালাল আহম্মেদ হাওলাদার (৮০) নামের এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বৃদ্ধাকে মারধর করে সাথে থাকা নগত ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।আহত  জালাল কান্ডপাশা গ্রামের মৃত্যু তোফায়েল হাওলাদারের ছেলে।

গত ৩১ অক্টোবর এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।আহত সূত্রে জানাজায়,জালাল আহম্মেদ এর সাথে জমিজমা নিয়ে পার্শবর্তী ভানি শিলে এর সাথে বিরোধ চলে আসছে।ভানি শিল দির্ঘদীন যাবৎ জালাল আহম্মেদের জমির সাথে জমি এওয়াজ বদল করতে চায়।এ নিয়ে দীর্ঘদিন বিরোধ চললে ভানি শিল আহত্বদের জমির প্রায় ২ লক্ষ্যাধিক টাকার গাছ কেটে বিক্রি করে।

পরবর্তীতে ১ মাস আগে  গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করে ভানু শিল।অথচ অভিযোগ করে কোন ফল না পাওয়ায় ৩১ অক্টোবর সকাল ৯ টায় বাড়ি থেকে বাজারে জাবার পথে জালাল আহম্মেদের পথরোধ করে ভানি শিল, বিকাশ,সঞ্জিব (কুডি শিল),বিমল,সিমা, ও কল্পনা রানী। এ সময় প্রতিপক্ষ ভানু শিল, বিমল,সঞ্জিব,বিকাস,সিমা, কল্পনা  লাঠি দিয়ে জালাল আহম্মেদ কে পিটিয়ে ও তুলে আচার দিয়ে গুরত্বর জখম করে।এ সময় সাথে থাকা নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত জালাল আহম্মেদ শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারে পক্ষথেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।