Crime News tv 24
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

তৌহিদ , মাগুরা জেলা প্রতিনিধি:-
আগস্ট ১৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট সকালের শুরুতেই জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় র‍্যালিটি জেলা পরিষদ চত্বর থেকে পুরো ক্যাম্পাস ঘুরে শেষ হবার পর অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাছ চাষ,পোনা উৎপাদন ও সেরা সংগঠন এই তিন ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা শামীম কবির, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।এছাড়া অনুষ্ঠানে জেলার মৎস্যজীবীসহ গনমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মাছ উৎপাদনে স্বয়ং সম্পন্ন। আমাদের মাছ উৎপাদনকে আরো বৃদ্ধি করার জন্য অভয়াশ্রম প্রয়োজন। আগামীতে জেলার যে কোন একটি জলাশয়ে এক কিলোমিটার এলাকা জুড়ে মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা হবে। এজন্য সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। আশাকরি আমরা সফলতা পাবো।