Crime News tv 24
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাজেক হাউজ পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়ি এক্সিডেন্টে রিংকি নামে এক শিক্ষার্থী’র মৃত্যু।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটির সদরস্থ বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।



‎বুধবার (১৭ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
দুপুর ২ঃ০০ ঘটিকা সময় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল এর শিক্ষার্থী।

‎খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে এ-দূর্ঘটনা ঘটে, এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার দাবী করেন।

‎সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সকালে সাজেক থেকে ফেরার পথে হাউসপাড়া এলাকায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলো এবং ঘটনাস্থলেই রুবিনা আফসানা পিংকি নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।