রাজধানীর কামরাঙ্গীরচরে রাত ১২টার পর সব ধরনের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ ও অপ্রয়োজনীয় আড্ডাখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে থানা পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গভীর রাতে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থানীয়দের নিরাপত্তাহীনতা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র জরুরি প্রয়োজনে ফার্মেসি খোলা রাখতে পারবে। তবে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান রাত ১২টার পর খোলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাতের বেলায় অপরাধীদের দৌরাত্ম্যে তারা ভোগান্তিতে ছিলেন। এখন এই সিদ্ধান্ত কার্যকর হলে এলাকা অনেকটাই নিরাপদ হবে বলে তারা আশাবাদী।