“ভূমিদস্যুতা বন্ধ হউক, আমরা শান্তি চাই, বিচার চাই” এমন স্লোগানে পূর্বধলায় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ সংলগ্ন রেলওয়ে জমিতে এ মানববন্ধনের আয়োজন করে সংকর চৌহান পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বধলা পূর্বপাড়ার বাসিন্দাণৈণজিলু ফকির ও তার ছেলে ছালাম দীর্ঘদিন ধরে জোরপূর্বক রেলওয়ে জমি দখল করে রেখেছে। জমি উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী বাধা দিলে তাদেরকে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বিচার চাইলে এলাকার মানুষও ভয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস পান না।
এ ঘটনায় জমির মালিকপক্ষ রিসান চৌহান লিখিত অভিযোগে জানান, তাদের রেকর্ডীয় খতিয়ানভুক্ত জমির প্রায় ৪ শতক জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি জোরপূর্বক রাস্তা খোলার চেষ্টাও করা হয়েছে। বাধা দিলে বিবাদীরা হামলা ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
অভিযোগপত্রে রিসান চৌহান সহকারী কমিশনার (ভূমি), পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ ওসি বরাবর যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে জমি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে সংকর চৌহান পরিবারসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।