মেহেরপুর সদর উপজেলা হিজুলী ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন কমিশনে হিসাব সহকারী আল-আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপী ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ্ মেম্বার, আরো উপস্থিত ছিলেন মরজেম আলী,হিজুলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই হিজুলী ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ খেলায় ৫ টি দল অংশগ্রহণ করে, খেলায় পুরষ্কার দেওয়া ছিলো,
প্রথম পুরস্কার ছাগল ও দ্বিতীয় পুরস্কার ২ টা রাজ হাস।
রেফারি দায়িত্ব পালন করেন ফয়েজন চাদবিল, সহ কারি রেফারি মোঃ মমিনুল হক বল্টু ও আলাউদ্দিন বিশ্বাস, ৫ টি দলে ২টি দল ফাইনাল খেলায় টিকে
১/ হিজুলী ডাইমোন ক্লাব A, ২/ হিজুলী যুব ক্লাব D
এই ২টি দল ফাইনালে হিজুলী যুব ক্লাব D দুই গোলে এগিয়ে যায়, আর হিজুলী ডাইমোন ক্লাব A এক গোলে দিত্বিয় হন। খেলায় ম্যান অফ দ্যা ম্যান হন সামাদুল ইসলাম, এবং ম্যান অফ সিরিজ হন আজিম খান, ও পুরষ্কার পেয়েছেন হিজুলী যুব ক্লাব D দলের অধিনায়ক ওমর ছনি, সেরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আসমত বিশ্বাস।