Crime News tv 24
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হিজুলী ফুটবল ট্রুনামেণ্ট-২০২৫ ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ--
আগস্ট ১৭, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর সদর উপজেলা হিজুলী ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন কমিশনে হিসাব সহকারী আল-আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপী ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ্ মেম্বার, আরো উপস্থিত ছিলেন মরজেম আলী,হিজুলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই হিজুলী ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ খেলায় ৫ টি দল অংশগ্রহণ করে, খেলায় পুরষ্কার দেওয়া ছিলো,
প্রথম পুরস্কার ছাগল ও দ্বিতীয় পুরস্কার ২ টা রাজ হাস।
রেফারি দায়িত্ব পালন করেন ফয়েজন চাদবিল, সহ কারি রেফারি মোঃ মমিনুল হক বল্টু ও আলাউদ্দিন বিশ্বাস, ৫ টি দলে ২টি দল ফাইনাল খেলায় টিকে
১/ হিজুলী ডাইমোন ক্লাব A, ২/ হিজুলী যুব ক্লাব D
এই ২টি দল ফাইনালে হিজুলী যুব ক্লাব D দুই গোলে এগিয়ে যায়, আর হিজুলী ডাইমোন ক্লাব A এক গোলে দিত্বিয় হন। খেলায় ম্যান অফ দ্যা ম্যান হন সামাদুল ইসলাম, এবং ম্যান অফ সিরিজ হন আজিম খান, ও পুরষ্কার পেয়েছেন হিজুলী যুব ক্লাব D দলের অধিনায়ক ওমর ছনি, সেরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আসমত বিশ্বাস।