অদ্য বুধবার মালয়েশিয়ায় সফররত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মালয়েশিয়া শাখার আহ্বায়ক সরকার ফজলুল করিম সোহরাব ও যুগ্ম আহ্বায়ক হারুন দেওয়ানজী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুঃখ-দুর্দশা তুলে ধরে সকল শ্রেণি-পেশার মানুষের মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সেকুল বর্তমানে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়ে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত আছেন এবং প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় সমিতির মালয়েশিয়া শাখার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা মায়ের ডাক সহ মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশে-বিদেশে মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।