Crime News tv 24
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় গ্রেফতার-১০

admin
ডিসেম্বর ১১, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এসআই অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা হেলালুল ইসলাম সুরুজ (৬৬), পিতামৃত-হালিম উদ্দিন, মাতা-আছিয়া খাতুন, সাং-বলাশপুর, মোঃ মাসুদ খান (৩৫) পিতামৃত-বাচ্চু খান, মাতা-মনোয়ারা বেগম, সাং-স্টেশন রোড ০২নং গেইট, উভয় থানা-কোতোয়ালী, বায়োজিদ ইমন (২০), পিতা-শাহজাহান মোল্লা, মাতা-শাকিলা আক্তার, সাং-শ্রীপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন স্টেশন রোড এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই সোহেল রানা সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোঃ আকরাম হোসেন (২৬), পিতামৃত- জাকির হোসেন, মাতা-হাসিনা বেগম, সাং-আকুয়া গরুর খোয়ার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ভাঙ্গাপুল হতে গ্রেফতার করেন।

এসআই খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ পিয়াস (২২), পিতা-সুরুজ্জামান, মাতা-বসনা খাতুন, সাং-আটকাপাড়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, রিফাত আহম্মেদ নিরব (২৩), পিতা-জমির হোসেন জাবেদ, মাতা-নুসরাত রেখা, সাং-চায়না মোড়, অতশী আক্তার লুবনা (২২), পিতা-রেজাউল করিম, মাতা-রাশিদা খাতুন, সাং-চুরখাই,ঝর্ণা আক্তার আলমিনা ওরফে দিপা (১৯), পিতামৃত-জাহাঙ্গীর আলম, মাতা-শাহনেওয়াজ বেগম, সাং-দাপুনিয়া,সর্ব থানা-কোতোয়ালী. জেলা-ময়মনসিংহদেরকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন।

এসআই রাসেল ইয়ার খান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল লাল সরকার (৪২), পিতা-পুষ্প লাল সরকার, মাতা-মমতা রানী সরকার, সাং-কলাবাধা দুরমুট, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর,বর্তমান ঠিকানা মৈত্রী টাওয়ার গোলপুকুর পাড়, জাহিদুল ইসলাম (২৫)পিতা-সিরাজুল ইসলাম, মাতা- জাহানারা বেগম, সাং-ভাবখালী কচুরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন।

আসামীদেরকে চালান মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।