Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা কেউ কথা রাখেনি…….

admin
আগস্ট ১, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

কবি প্রভাষক সাবরীন সুলতানা লাভলী……..

স্বপ্নময় পৃথিবীতে কেউ আজো বাহুডোরে বাঁধেনি,
তাই এই কবিতার নাম দিয়েছি “কেউ কথা রাখেনি”
ছোট্ট এই জীবনে আজ ৩০ বছরে পদার্পণ,
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
কত রং বেরংয়ের মানুষের আগমন,
ছলা-কলায় যারা করেছিলো নিজেকে সমর্পণ।
যাদের অনেকেই বলেছিলো শত বাঁধাতেও
কখনোই ছাড়বেনা এই দুটি হাত,
তারাই আবার উপহার দিয়ে গেলো কান্নার রাত।
তাতে কি আমার গেলো বুঝি জাত…?
বেলা শেষে ভেবেছিলাম এই বার দিবো সব বাদ,
ভালোবাসার সকল অনুভূতি মনে জাগালো বড্ড সাধ,
কী আর করা, শুরু হলো এবার মন পোড়া,
কেউ কথা দিলো এবার হবে চিরদিনের জোড়া,
যে নাকি প্রেম নিবেদন করেছিলো,
জনসম্মুখে হাতে তুলে দিয়ে ফুলের তোড়া।
সাত জনম এক সাথে কাটাবে বলে,
যে মানুষটি চার হাত এক করে,
লজ্জা শরমের মাথা খেয়ে করেছিল শপথ,
তারও ছিলো অনেক ছলা-কলা এ যাবত।
পরিশেষে, আমি অনুধাবন করিলাম,
জীবনে সত্যিকারের সুখ সে কখনোই দেখেনি,
আসলে এই জীবনে বাস্তব সত্য “কেউ কথা রাখেনি”।