মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মেহেরপুরের তৎকালীন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার ২৮ জুলাই-২০২৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো,বিধি অনুযায়ী তাঁরা অবসর-সুবিধা প্রাপ্ত হবেন,আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের দিকে মেহেরপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম, সে সময় জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে মেহেরপুর ইসলামী ব্যাংক এলাকা থেকে আটক করে সদর উপজেলার বন্দর গ্রামের এক মাঠে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে, দীর্ঘদিন এ বিষয়ে কোনো বিচার হয়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এ কে এম নাহিদুল ইসলামসহ তৎকালীন মেহেরপুর থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।