Crime News tv 24
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লুট, পাট, আমি করবো না তো করবে কে? রেল আমার বাপ দাদার সম্পদ।

Link Copied!

বেশ কিছু বছর ধরে কাগজের পাতায় ঘুরছে একজন রাক্ষসের মুখ।

দুটি দৈনিক পত্রিকা সহ লালমনিরহাট জেলা লোকাল পত্রিকা গুলোতেও হয়েছে তাঁর নিউজ।
এই ধারাবাহিকতায় লালমনির কাগজ।
সাপ্তাহিক পত্রিকায় গতো ১৫ নভেম্বর রোজ রবিবার ২০২০ সালে রেলের সন্তান পৈতৃক সুত্রে রেলের সম্পদের উওররাধিকারী, নুরুজ্জামান সরকার সোহেলের অপকর্মের কিছু তর্থ তুলে ধরেছে, সাপ্তাহিক লালমনির কাগজ পত্রিকা টি।
এর পরেই মাঠে নামেন আনুসন্ধানি সাংবাদিকদের একটি টিম অনুসন্ধান করে জানতে পারেন নুরুজ্জামান সরকার সোহেল একজন বড়ো মাপের মাফিয়া চক্রের সাথে সংপৃক্ত, তাঁর নামে বে নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ,মাদক ব্যাবসা,ঠিকাদারদের রেলের টেন্ডার পায়িয়ে দেওয়া, রেলের সরকারি ও মাষ্টারোলে নিয়োগ ব্যানিজ,সহ নানান অপকর্মে সে জড়িত। একই পরিবারের ৮, ১০ জন রেল অঙ্গনে চাকরি করেন,তার চাচা
বি এন পির শ্রমিক দলের নেতা, সোহেল সে ছাত্র লীগের নেতা,রাজনৈতিক প্রভাব বিস্তার করেন রেল অঙ্গনে, তার নিম্ন ও সম কক্ষের সাধারণ চাকরি জীবিদের করেন সর্বত্র হেনস্থা, খারাপ আচার আচারত, করা তাঁর চরিত্র, আপন চাচা সাইদুর সহ তাদের আছে বিশাল এক মাফিয়া টিম,তার উপরস্থ বেশ কিছু চাকরি জীবিরা তার ঘনিষ্ঠ, তাঁর পরিবারের লোক জন,তাঁর বিরুদ্ধে প্রমাণ যোগাড় করা সাংবাদিক দের সে বিভিন্ন ভাবে করেন হেনস্তা। ২০২০ সালে তাঁর নামে দুদকে অভিযোগ থাকলে ও নেই দুদকের কোনও পদক্ষেপ, আঞ্চলিক শাখা রংপুর অঞ্চলের সে সময় কার পরিচালক আব্দুল করিম সাংবাদিক দের বলেন আমরা দুদক কর্তৃপক্ষ অভিযোগ টা পেয়েছি, যাচাই বাছাই চলছে যাচাই বাছাই শেষ হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তদন্তের পর ব্যাবস্থা নেওয়া হবে। এর পর পাঁচ টি বছর গতো হয়ে গেলো,
দুদক কোনও হস্তক্ষেপ নিলনা। কিছু লোক মারফত জানাযায় দুদক কর্তৃপক্ষ কিছু টাকা নিয়ে বিষয় টা চাপিয়ে দিয়েছে ।
সে নিয়মিত অফিসে উপস্থিত থাকেনা,কিন্তু মাসে বেতন টা ঠিক ভোগ করছেন তিনি।তাঁর বিরুদ্ধে যে কথা বলে,
বা, খোঁজ খবর নিতে চেষ্টা করে তাঁর পিছনে লেলিয়ে দেয় সে সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগ, বি এন পির নেতা নামক চোর ঠিকাদার রা তার হাতের মুঠে, যখন তখন যাকে তাকে সে হয়রানি করে বলে ও অভিযোগ আছে।
বৈষম্যতা নিয়ে যুদ্ধ হলো শতো শতো মায়ের বুক খালি হলো।
কিন্তু বৈষম্যতার ব ও গেলোনা, বাংলাদেশের মাটি থেকে।

বাংলাদেশের অন্তবর্তি কালীন সরকার নোবেল জয়ী ডাঃ মুহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করা হইলো এ-ই মাফিয়া চক্রের হাত থেকে সরকারি দপ্তরগুলো কে নিরাপদ করুন। লালমনিরহাট রেলওয়ে কে রক্ষা করুন।
এবং এই নুরুজ্জামান সরকার সোহেল ও তাঁর পরিবারের নামে বে নামে কোটি কোটি টাকার সম্পদের উৎস কি তা তদন্ত শরুপ তাকে আইনের আওতায় আনুন।