Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া বিষয়ক কর্মশালা।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুলাই ২৯, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম “নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মোতালেব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপালের যুব সদস্য এম, আর সিফাত, রাসেল শেখ, প্রান্ত বিশ্বাস, অর্নব মন্ডল, ঝুমকা কর্মকার প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সোচ্চারসহ এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও এর কুফল নিয়ে আলোচনা, দূর্যোগ কালীন নারীদের হাইজিন সমস্যা, প্লাষ্টিক দুষণ, নারী শিক্ষার প্রসারসহ বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকগণ আরও বলেন, সচেতনতামূলক অনুষ্ঠান, সভা, সিম্পোজিয়াম শুধু সমাধান নয়। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, ধর্মীয় নেতা, অভিভাবক, ইয়োথ ফর দ্য সু্ন্দরবনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।