Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রাখালগাছি ইউপি সচিবের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুলাই ২৯, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন এর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

গত ২৩ শে জুলাই রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ড (সৈয়দপুর) এর আঃ কুদ্দুস ফকির এর পুত্র ফকির মাহমুদুর রহমান বাদী হয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন রাখালগাছি ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর থেকে সে সাধারন জনগনকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। সে বিগত ২০১০-১৬ সাল পর্যন্ত রাখালগাছি ইউনিয়নের সচিব হিসাবে দায়িত্ব পালনের সময় টাকার বিনিময়ে অনেক ভুয়া জন্ম নিবন্ধন করেছিল। সে সব জন্ম নিবন্ধন এখন অনলাইনে পাওয়া যায় না। তিনি এখন আবার রাখালগাছি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছে। এখন সে সব জন্ম নিবন্ধন তার কাছে নিয়ে গেলে পুনরায় নতুন করে দেওয়ার কথা বলে নানা ভাবে হয়রানি করছে। এমন কি আবার নতুন করে টাকা দাবি করছে। তার কাছে সাধারণ মানুষ কাজের জন্য গেলে সে তাদের সাথে খুব বাজে ব্যাবহার করেন। তিনি বিগত সময় যে সব ইউনিয়নে দায়িত্ব পালন করছে তার নামে নান্য অভিযোগ রয়েছে।

ফকির মাহমুদুর রহমান বলেন, আমি জন্ম নিবন্ধন করতে গেলে আমাকে নানা ভাবে হয়রানি করেছে। আমি তিন মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য তার কাছে যাচ্ছি। সে প্রথমে আমার কাছে টাকা দাবি করেছে। আমি টাকা না দেওয়ার কারনে সে খুব হয়রানি করেছে। এ ছাড়াও সে মৃত্যু নিবন্ধনে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা গ্রহন করে এবং এর কোন রশিদ দেয় না।

ইউপি সচিব সরোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা ও ভিত্তিহীন। আমি এমন কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়।

রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।