Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঊশি’র পুরস্কার বিতরণ।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুলাই ২৯, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম ( পিবিজিএস আই) এসইডিপি এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হকের সঞ্চালনে ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহা: সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ -৪) মো: ইমরান আলী, বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: শহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিকবৃন্দ।

এ অনুষ্ঠানে ৩২ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। সরকারের এ উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হবে বলে তারা অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা জানান, মেধার এ ধরণের স্বীকৃতি সকল শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। এ সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় ব্রত হবে।