Crime News tv 24
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

দোহার ও নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:-
জুলাই ২৬, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শত শত কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে ৫০০-রও বেশি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ঢাকা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম
বলেন, “দেশের উন্নয়ন, অগ্রগতি ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের অবদান অপরিসীম। তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ই এক নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”

প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম বলেন, “শেখ হাসিনা ছাত্রসমাজকে দুর্বল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সে সময় গুলি করে ছাত্রদের কণ্ঠরোধ করা হয়েছে। এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। শিক্ষাঙ্গন হবে ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুল আলম সিয়াম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আবু ফাত্তাহ তুর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান,জামায়াতে ইসলামী নবাবগঞ্জ (পূর্ব) থানার আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল,নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্রেটারি মো. মোস্তাক আহমেদ,দোহার থানার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, অনুপ্রেরণা ও দায়িত্ববোধের আবহ বিরাজ করে। দেশপ্রেম, মূল্যবোধ এবং মেধা বিকাশে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেন আয়োজকরা।