Crime News tv 24
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সর্বদা শান্তি ও সমৃদ্ধিতে বিশ্বাসী,রূপসা ফুটবল খেলায়- আজিজুল বারী হেলাল।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
জুলাই ২৮, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সর্বদা শান্তি এবং সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক সহিংসতা নিরসনে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়। যার কারনে আমরা একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগনের সমর্থন নিয়ে দেশ সেবায় কাজ করতে চাই। তিনি বলেন প্রয়াত অরবিন্দ মন্ডল বুলু ছিলেন বিএনপির জন্য একটি নিবেদিত প্রাণ। তিনি তার

জীবনদশায় সৎ,পরোপকারী এবং নির্লোভী একজন মানুষ ছিলেন। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্তির জন্য খেলাধূলার বিকল্প নাই। আগামিতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ফুটবল মাঠ গুলিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। তাহলে যুবকরা মাদকের পিছনে না ছুটে ক্রীড়ামোদি হয়ে উঠবে।
তিনি ২৭ জুলাই

( রবিবার) বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা নবারুন সংঘ আয়োজিত প্রয়াত অরবিন্দু মন্ডল বুলু স্মৃতি স্মরনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাগতিক ডোবা নবারুন সংঘ বনাম তেরোখাদা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন এ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে

ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ডোবা নবারুন সংঘের গোলকিপার হৃদয়ের অসাধারণ নৈপুণ্যে তেরখাদা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে স্বাগতিক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মুরসালিন এবং ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার হৃদয়। খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সুমন রাজু,সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন

মুস্তাহিন মুক্ত এবং ইংরেজি শিক্ষক বিজন মল্লিক। ফাইনাল খেলার উদ্বোধন করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি

পার্থ দেব মন্ডল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু,তেরোখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা পল্লী বিদুৎ

এজিএম এম এ হালিম খান, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ মালেক,সাবেক সদস্য সচিব মিকাঈল বিশ্বাস। ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর কুমার দাস এবং বিএনপি নেতা শ,ম হাসিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান,খুলনা জেলা তাঁতিদল সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক হূমায়ূন কবীর,রয়েল আজম, সাবেক জেলা বিএনপি সদস্য আরিফ মোল্যা,

বিএনপি চৌধুরী ফকরুল ইসলাম, সরদার আ: মান্নান,সাজ্জাদ হোসেন নান্টা,শরিফ নাঈমুল হক,মোল্যা বিল্লাল হোসেন, সোহাগ মুন্সী,বিএনপি নেতা মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম,আবু সাঈদ শেখ,সৈয়দ মাহমুদ আলী, তাফসিরুজ্জামান, মোঃ বাদশা গাজী,মুন্না সরদার, আবু সাঈদ,বনি আমিন সোহাগ,মাসুদ খান,খান আলিম হাসান,জহিরুল হক শারাদ,শাহ জামান প্রিন্স, এসএম আবু সাঈদ,খায়রুল আলম খোকন,

রনি লস্কর, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল,বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস,টিটো জমাদ্দার, সমাজসেবক শাহাজাদা আলমগীর, শান্তিরাম মল্লিক, পূর্নেন্দু মন্ডল,শান্তিরাম মন্ডল, আলামিন,অভিরাম ব্যাপারী, মনির,আসসালম লস্কর, আলামিন,বিএনপি নেতা গৌর বিশ্বাস,প্রান গোপাল বিশ্বাস, সোহেল, পাপ্পু, মুস্তাহিন, হামিম, সোহেল, পাপ্পু,অরুন মহলী,গোবিন্দ বিশ্বাস,দাউদ শেখ,নরেশ দাস,লিটন মল্লিক,বিধান দাস,দিপংকর বিশ্বাস,পাপলু ফকির, মোস্তাইন শেখ,নির্মলেন্দু মন্ডল প্রমূখ।